পাকিস্তানী সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। পাকিস্তানী অভিনেতা ফাওয়াদ খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। তারই জবাবে সোনমকে পড়তে হয়েছে বিদ্রুপের সামনে।
কেউ প্রশ্ন করেছেন, যে পাকিস্তানের জঙ্গিরা পাঠানকোট থেকে মুম্বাই হামলাসহ একাধিক সন্ত্রাসবাদী হামলায় ভারতকে রক্তাক্ত করেছে, সেই দেশের অভিনেতাকে কী করে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনম। এখানেই শেষ নয়, আরও বলা হয়, যদি সোনমের পরিবারের কেউ সীমান্তে শহিদ হতেন, তাহলে কি সোনম এভাবে পাক অভিনেতাকে শুভেচ্ছা জানাতে পারতেন?
উল্লেখ্য, একসঙ্গে অভিনয় করে ‘খুবসুরত’ নামে সুপারহিট একটি ছবি উপহার দিয়েছিলেন তারা। সিনেমাটি করে দারুন প্রশংসা পেয়েছিলেন ফাওয়াদ ও সোনম। তখন থেকেই দুজনের বন্ধুত্বের শুরু। তাই জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন সোনম। সেই শুভেচ্ছা বার্তাই কাল হলো সোনমের জন্য। ভক্ত-অনুরাগীদের বিরূপ মন্তব্য শুনতে হল নায়িকাকে। যদিও আক্রমণের সামনে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি অনিল কাপুর কন্যা সোনম।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর