বলিউড পাড়ায় বেশ কয়েক মাস ধরেই চর্চায় রয়েছে সঞ্জয় দত্তের বায়োপিক। এবার শোনা গেল, সেই ছবিতে নাকি অভিনয় করবেন আমির খানও!
প্রথমে গুঞ্জন ছিল সঞ্জয় দত্তের বাবা মানে সুনীল দত্তের ভূমিকায় অভিনয়ের অফার পেয়েছেন আমির খান। পরিচালক রাজকুমার হিরানি নাকি সঞ্জয় দত্তের বায়োপিকে আমিরকে সেই ভূমিকায় চেয়েছিলেন। তবে আমির তাতে রাজি হননি। সেই ভূমিকায় শেষ পর্যন্ত অভিনয় করছেন পরেশ রাওয়াল। কিন্তু আমির নাকি থাকছেন এই ছবিতে।
বলিউড মহলের খবর, রাজকুমারের অনুরোধ ফেরাতে পারেন না আমির খান। তাই শেষ পর্যন্ত একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন তিনি। তার চরিত্রের বিশেষ একটি চমক থাকবে ছবিতে। সব কিছু ঠিক থাকলে ২০১৮ সালের মার্চে মুক্তি পাবে এই ছবি। যদিও আমির বা রাজকুমার কেউই এখনও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর