বয়স মাত্র পাঁচ বছর। খুদে বয়সেই বাবা শাহরুখ খানের জনপ্রিয়তাকে ভালো মতোই টেক্কা দিচ্ছে বাদশার ছোট ছেলে অাব্রাহাম। আজকাল অনুগামীদের দিকে হাসিমুখে তাকাচ্ছে না খুদে তারকা।
সম্প্রতি তার স্কুলের অ্যনুয়াল ডে-তেও বেশ গম্ভীর ভাবে দেখা গেছে তাকে। এখানেও ঘটল একই ঘটনা। তার হাসি ক্যামেরাবন্দি করার জন্য মিডিয়ার ভিড় লেগেই থাকে 'মন্নত'-এর বাইরে। আর সেই অাব্রাহাম কি না মুখ বেকাচ্ছে ক্যামেরার সামনে? ভক্তদের প্রতি এত অবিচার খুদে তারকার?
শাহরুখ পুত্র ক্ষিপ্ত অন্য কারণে। খেলার মাঝখানে ছবি তোলার জন্যই রেগেছে অাব্রাহাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অাব্রাহামের একটি ছবি পোস্ট করেছেন গৌরী। অাব্রাহামই নাকি তার 'নাইট রাইডার'। এমনটাই জানিয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই ভক্তদের 'চোখের মণি' খান পরিবারের খুদে সদস্য। বড় হয়ে বাবার মতোই হয়তো বলিউড কাঁপাবে অাব্রাহাম।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৮/আরাফাত