'পদ্মাবত' ছবিতে দীপিকার অভিনয় দেখে তাকে প্রশংসায় ভাসালেন ঋষি কাপুর ও তার স্ত্রী নীতু কাপুর। দীপিকার অভিনয়দক্ষতা প্রত্যক্ষ করে ঋষি দম্পতি তাকে ফুল পাঠান, সাথে একটি নোট। যাতে লেখা, অসাধারণ কাজ, তোমাকে নিয়ে আমরা গর্বিত। আমাদের পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা।
প্রতিক্রিয়ায় দীপিকা তার সাবেক বয়ফেন্ড রণবীর কাপুরের বাবা-মাকে ধন্যবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, আপনাদের দেখে ভালো লেগেছে। আমাকে ভালোবাসা আর প্রশংসার জন্য ধন্যবাদ।
ছবিটিতে দীপিকা রানি পদ্মাবতীর চরিত্রে, শহিদ কাপুর রতন সিংয়ের ও রণবীর সিং ত্রয়োদশ শতাব্দীর খিলজি সাম্রাজ্যের দুর্ধর্ষ শাসক আলাউদ্দিন খিলজির চরিত্রে রূপদান করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন