মুক্তির আগে বিপুল বিতর্ক। দীর্ঘ আইনি জট কাটিয়ে শেষ পর্যন্ত গত ২৫ জানুয়ারি চার রাজ্য বাদে গোটা ভারত জুড়ে মুক্তি পেয়েছে ‘পদ্মাবত’। মুক্তির মাত্র চার দিনে ১০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে সঞ্জয়লীলা বানলীর ‘পদ্মাবত’।
তবে শুধু ভারতেই নয়, বিদেশে, বিশেষ করে আমেরিকায় নজরকাড়া ব্যবসা করছে এই ছবি। বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারতে এই ছবি চার দিনে ব্যবসা করে ফেলেছে প্রায় ১১০ কোটি টাকা।
বক্স অফিস ইন্ডিয়ার খবর অনুযায়ী, রবিবারের ছুটির দিনে ছবি ব্যবসা করেছে ৩০ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম উইকেন্ডেই ১১০ কোটি টাকা আয় করে ফেলেছে ছবি। সেঞ্চুরি ক্লাবে ঢুকে পড়েছে ‘পদ্মাবত’।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর