মালয়েশিয়া পুলিশ আমার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে 'ক্লিনচিট'(নির্দোষ) দিয়েছে। এই কাগজটির জন্য চাতকপাখির মতো অপেক্ষা করেছি। দু'একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে গোটা বিষয়টি পরিষ্কার করব। আজ মঙ্গলবার বিকালে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এসব জানালেন নির্মাতা অনন্য মামুন। এছাড়া মালয়েশিয়া থেকে প্রেরিত একটি চিঠিও গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি।
গত ২৪ ডিসেম্বর মালয়েশিয়ায় গ্রেফতার করা হয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনকে। প্রায় দুই সপ্তাহ মালয়েশিয়া পুলিশের কাস্টডিতে ছিলেন তিনি। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় পরবর্তীতে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পেয়ে গত ১২ জানুয়ারি দেশে ফিরেন এই নির্মাতা। পরদিন বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অনন্য মামুন জানান, তাকে সন্দেহবশত গ্রেফতার করা হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ার তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমরা যে নির্দোষ তা নিশ্চিত করতেই বাংলাদেশ দূতাবাসে মালয়েশিয়া পুলিশ একটি পেপারও পাঠাবে।
গণমাধ্যমে প্রেরিত সেই চিঠিটি ভাষান্তর করলে যা দাঁড়ায়: অবৈধ মানবপাচার ও চোরাচালান আইন ২০০৭-এর অধীনে গত ২৪ ডিসেম্বর ১৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে অনন্য মামুনও ছিলেন। কিন্তু তদন্তে তাদের বিরুদ্ধে এ বিষয়ে সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহভাজন গ্রেফতারকৃতদের পরবর্তীতে মুক্তি দেওয়া হয় এবং দেশে পাঠানো হয়।
পরবর্তীতে এই মামলার অধীনে অনন্য মামুনসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোনো 'অ্যাকশন' নেওয়া হবে না বলেও পেপারে উল্লেখ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি, ২০১৮/মাহবুব