জিমে ব্যস্ত ছিলেন রণবীর সিং। কসরত সেরে, বাথরুমে গেলেন ফ্রেশ হতে। শুধুমাত্র টাওয়াল পরে, বাথরুম থেকে বেরিয়ে ট্রায়েল রুমে পোশাক বদলাতে গিয়ে রণবীর অর্ধনগ্ন! ঠিক সেই সময়ই রণবীর সিং বুঝতে পারলেন, কেউ যেন তাকে ফলো করছেন!
ব্যস, যেই না মুখ ঘুরিয়ে পিছনে তাকানো, অমনি বিপত্তি! রণবীরের এক ভক্ত নাকি গোটা ঘটনাকে মোবাইলে রেকর্ড করছিলেন।
সম্প্রতি সংবাদ মাধ্যমকে ফ্যান মোমেন্ট বলতে গিয়ে রণবীর জানালেন, আমি বুঝতেই পারছিলাম, কিছু একটা ঘটছে। কিন্তু বোকা ফ্যানটি, পুরো রেকর্ডিংটা করছিল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। আর সেই আলোর কারণেই ধরে ফেলা। না হলে আজ আমার এমএমএস বিখ্যাত হয়ে যেত!
রণবীর জানান, আমি ওই ভক্ত চটপট ধরে ফেলি। হাত থেকে কেড়ে নিই ফোনটা। নিজেই তার ফোন থেকে সব ডিলিট করে দিই! ভক্তরা মাঝে মধ্যে সত্যিই সীমাহীন হয়ে পড়েন!
বিডি প্রতিদিন/২৪ মার্চ ২০১৮/আরাফাত