বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন নিজের টুইটার অ্যাকাউন্টে 'শুবাইট' সিনেমার পোস্টার ও একটি ছবি সম্প্রতি শেয়ার করেন। সেই সঙ্গে লিখেন, “প্লিজ...প্লিজ....প্লিজ...ইউটিভি ও ডিজনি, বা অন্য কেউ...ওয়ারনার্স... যেই হোক...ছবিটি মুক্তি দিক। অনেক কঠিন পরিশ্রম এই ছবিতে দেওয়া হয়েছে। শিল্পকে হত্যা করবে না।
মূলত ইউটিভি মোশন পিকচারস ও পারসেপ্ট পিকচার কোম্পানির মধ্যে ছবিটি নিয়ে আইনি লড়াই চলছে। আর এর জেরেই এমন টুইট করেছেন অমিতাভ।
এদিকে অমিতাভ বচ্চনের এই টুইটকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছে তাঁর অনুরাগীরা। এর আগেও অমিতাভ বচ্চন ছবিটি মুক্তির জন্যে আবেদন করেছিলেন। বলেছিলেন, ইউটিভি ও ডিজনি..আপনাদের অভ্যন্তরীন দ্বন্দ্ব, সমস্যা ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিকে পাশে সরিয়ে রাখুন। সুজিত সরকারের পরিশ্রমে তৈরি এই ছবি ও গল্পকে একটি সুযোগ দিন অন্যদের প্রশংসা পাওয়ার।
সুজিত সরকারের এই ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও অভিনয় করেছেন দিয়া মির্জা, জিমি শেরগিল সহ অনেকে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান