সমাজের হিসাব নিকাশের জেরে সম্পর্কগুলো বড়ই জটিল। অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত সম্পর্কগুলো বদলে যায় শুধুই সমাজের নিরিখে। সমাজ কিংবা ব্যক্তি বিশেষের দৃষ্টিকোণেই বদলে যায় সম্পর্কের ধারা। পরিচালক গঙ্গোপাধ্যায়ের 'দৃষ্টিকোণ' ছবির ট্রেলারে উঠে এল সেই সম্পর্কের জটিলতাই।
'দৃষ্টিকোণ' ছবির ট্রেলার শুরুতেই সম্পর্কের জটিলতা তুলে ধরতে চেয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। তবে এখানেই শেষ নয়। ট্রেলারে 'পোস্ট মর্টেম', 'অ্যাক্সিডেন্ট' 'অন্ধকার' এই শব্দগুলি ইঙ্গিত দিচ্ছে ছবিটিতে আরও অনেক রসদই আছে। তবে সেসব জানতে গেলে অপেক্ষা করতে হবে নববর্ষে 'দৃষ্টিকোণ'-এর মুক্তি পর্যন্ত।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর