ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন ঘরানার সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন আলেকজান্ডার বো। তবে মাঝে দীর্ঘদিন চলচ্চিত্র অঙ্গণ থেকে দূরে থাকলেও এখন আবার নিয়মিত কাজ করছেন তিনি।
সম্প্রতি তিনি ‘অন্ধকার জগৎ’ নামের সিনেমার প্রথম লটের শুটিং শেষ করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমায় তিনি অন্ধকার জগতের মানুষের চরিত্রে অভিনয় করছেন। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ছোট পর্দার অভিনেতা ডিএ তায়েব। আগামী সপ্তাহে এর দ্বিতীয় লটের শুটিং শুরু করা হবে বলে এর নির্মাতা সূত্রে জানা যায়।
এ প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ‘অন্ধকার জগৎ’ সিনেমায় আলেকজান্ডার বো মিশা সওদাগরের একান্ত সহযোগী হিসেবে কাজ করেন। মিশা সওদাগরের হুকুমে বিভিন্ন অন্যায়মূলক কাজ করে থাকেন। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এভাবেই গল্প এগিয়ে যায়।’
বিডি প্রতিদিন/২ এপ্রিল ২০১৮/হিমেল