সঞ্জয় দত্তের বায়োপিকে সঞ্জয়ের সাবেক প্রেমিকার চরিত্রে কে অভিনয় করবে সে নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল বলিপাড়ায়৷ অনেকেই ভেবেছিলেন, মাধুরী দিক্ষিতের চরিত্রে অভিনয় করছেন বলি ডিভা সোনাম কাপুর৷ সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী মুখ খুললেন তার চরিত্র নিয়ে৷
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাম জানান, “সঞ্জয় দত্তের বায়োপিকে আমি কোন নায়িকার চরিত্রে অভিনয় করছি না৷ আমি একটি গুরুত্বপূর্ণ ছোট্ট চরিত্রে অভিনয় করছি, তবে সেটি কোন বলিউড অভিনেত্রীকে নিয়ে নয়৷ কোন চরিত্রে অভিনয় করছি তা এখনই বলব না৷’’
রাজকুমার হিরানির সঙ্গে প্রথম কাজ করছেন সোনম৷ জানালেন পরিচালকের সঙ্গে কাজ করে তাঁর খুবই ভালো লেগেছে৷ আপাতত নায়িকা সেরকম কোন কাজ হাতে রাখছেন না কারণ খুব শিগগিরি সোনম কাপুর বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর