'ভালবাসার হয় না কোনো ধরণ, কাছে আসার লাগে না কোনো কারণ' এমন একটি মিষ্টি প্রেমের গানে কণ্ঠ দিয়েছেন ক্লোজ-আপ ওয়ান প্রথম আসরের টপ টেন প্রতিযোগী নওরিন। তার সাথে সহশিল্পী হিসেবে থাকছেন জয় আকন্দ। এম জে রুমেল (প্রলয়) এর কথা এবং জয় আকন্দের সুরে গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক রাজন সাহা।
এদিকে, এই গানের মাধ্যমে আবারো সংগীত অঙ্গনে ফিরছেন শিল্পী নওরিন। আপাতত বিভিন্ন টিভি শো নিয়ে ব্যস্ত থাকলেও নতুন এই গান নিয়ে বেশ আশাবাদী তিনি। আবার জয় আকন্দের সাথে নওরিনের প্রথম কাজ এটি। গুণী এই শিল্পীর সাথে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত নওরিন।
গানটির প্রযোজনা করেছেন এইচ কে ঈশান, রেডিও পার্টনার : দুর্বার এফ এম। “ভালবাসার ধরন” শিরোনামের এই গানটি খুব শিগগিরই মুক্তি পাবে দুর্বার মিউজিক স্টেশন এর ব্যানার এ।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৮/মাহবুব