শ্যুটিংয়ে খুদেকে সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জিকে। সেই খুদের নাম ব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষুদে নিজের মনেই গান গেয়ে বেড়ায়, আপন মনে ঘুরে বেড়ায়। কখনও গলা ছেড়ে রবীন্দ্রসঙ্গীত গাইছে, কখনও আউড়ে যাচ্ছে ‘হামি’ ছবির সংলাপ!
এই খুদের আরও একটি পরিচয় আছে। সেই পরিচয় হল সে শিবপ্রসাদ মুখার্জির বড্ড আদরের সন্তান। ‘হামি’ ছবির ‘ভূতু ভাইজান’ গানে দিব্য নাচ-গান করে বুঝিয়ে দিল, তার পক্ষে অনেক কিছুই কিন্তু সম্ভব।
গানটি গেয়েছেও আর এক খুদে। সারেগামাপা লিটল চ্যাম্প বিজয়ী শ্রেয়ান ভট্টাচার্য। দুই খুদেই এই গানটিকে তুলে দিল অবিশ্বাস্য উচ্চতায়। সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানটি প্রথম দিনেই ট্রেন্ডিং নম্বর ছয়ে। সেই একই দিনে অমিতাভ বচ্চন-ঋষি কাপুর অভিনীত ছবি ‘১০২ নট আউট’-এর গানের স্থান ছিল তিন নম্বরে!
প্রথম ছবিতেই এমন ওভার বাউন্ডারি। এই ফলাফলে দারুণ খুশি ব্রতের বাবা শিবপ্রসাদ। তিনি বলেন, ‘‘ছোট্ট হয়েও ওরা যে সাফল্য এনে দিল আমাদের, তা গর্বের ব্যাপার। ইন্টারনেটে এত শ্রোতা যে আমাদের এই গানটি ভালবাসলেন, তার থেকে বড় পাওনা আর কী হতে পারে।’’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর