অ্যাকশন থেকে রোম্যান্স অজয় দেবগণ সব সময়ই অভিনয়ের দুনিয়ায় তার জাত বুঝিয়েছেন। তাইতো বলিউডে খান তারকাদের দাপট সত্ত্বে অজয় স্বতন্ত্রভাবে নিজের জায়গা ধরে রাখতে পেরেছেন। সেই বলিউড সিংঘমেরই ২ এপ্রিল জন্মদিন। তাই আজ চোখ রাখব অজয়ের অন্যরকম গল্পে।
৯০-এর দশকে বহু নায়িকাদের সাথেই নাম জুড়েছিল অজয়ের। কখনও রবিনা ট্যান্ডন, কখনও করিশমা কাপুর। দিলওয়ালে ছবির শুটিংয়ের সময় অজয়-রবিনার সম্পর্কের খবর হটকেকের মতো বিক্রি হয়েছে সর্বত্র। তবে তাদের সম্পর্ক ম্যাগাজিন, সংবাদপত্রে স্থান পেলেও, বাস্তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। কারণ এরপরেই অজয়-করিশ্মার সম্পর্ক তোলপাড় করে তুলছিল বলিউডকে।
শোনা যায়, জিগর ছবির শুটিংয়ের সময় থেকেই দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শোনা যায় এই খবর জানতে পেরে রবিনা নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আবার ১৯৯৪ সালে এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে অজয় বলেছিলেন, রবিনার মনরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। পাবলিসিটির জন্য এরকম করছেন রবিনা বলে দাবি করেছিলেন অজয়।
আবার রবিনা নাকি বলেছিলেন, অজয়-করিশমার সন্তান হলে সে জেব্রার মতো হবে। যদিও এসব শোনা কথা হামেশাই ঘোরাফেরা করতে থাকে বলিপাড়ায়, যা সত্যাসত্য সবসময় যাচাই করা সম্ভব হয় না।
রবিনা-করিশমার এই দুই অধ্যায়ের মাঝেই কাজলের সাথে পরিচয় হয় অজয়ের। তবে মজার বিষয়, কবে ঠিক এই প্রেম শুরু হয়েছিল তা কেউই বলতে পারেন না। কারণ অজয়-কাজল কেউই কাওকে প্রোপোজ করেননি। কিন্তু একটা স্ট্রং বন্ডিং তাদের প্রেমকে পরিণয়ের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ১
৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিয়েটা সেরেই ফেলেন দুই তারকা। আর নয় নয় করে ১৯ বছরও হয়ে গেল তাদের বিয়ে।
বিডি প্রতিদিন/০২ এপ্রিল ২০১৮/আরাফাত