প্রিয়দর্শিনী মডেল ও অভিনেত্রী সুজানা পুরোপুরি ব্যবসায় মনোযোগী হয়েছেন। সেই ধারাবাহিকতায় ফ্যাশন ভাবনা ভক্তদের মাঝে ছড়িয়ে দিতে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড 'সুজানাস ক্লজেট'র উদ্বোধন হচ্ছে আজ। রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে, ই ব্লকের ৬৭/ডি হাউজে আজ বিকেলে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করছেন বলে জানান তিনি।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে সুজানা ব্যবসা অংশীদারিত্বে ব্যবসা শুরু করেছিলেন। ছোট পরিসরে হওয়ায় ব্যক্তিগত কারণে সেখান থেকে নিজেকে গুটিয়ে নেন। এবার সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে ‘সুজানাস ক্লোজেট’ চালু করছেন তিনি।
বাংলাদেশ প্রতিদিনকে সুজানা বলেন, গতকাল দুপুরে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছি। মধ্যরাত পর্যন্ত শো-রুমের কাজে ব্যস্ত ছিলাম। আজ সফলভাবে এই আয়োজন শেষ করতে পারবো বলে আশা করছি।
শুক্রবার ‘সুজানাস ক্লোজেট’ উদ্বোধন অনুষ্ঠানে শোবিজ জগতের অনেক জনপ্রিয় তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
‘সুজানাস ক্লোজেট’ এর সাথে ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/suzenascloset/
বিডি প্রতিদিন/৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ