'সুজানাস ক্লোজেট' নামে একটি ফ্যাশন হাউজ খুলেছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে এই ফ্যাশন হাউজটির উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ফ্যাশন হাউজটি উদ্বোধন করতে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ, উপস্থাপিকা শারমিন লাকী, কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, আঁখি আলমগীর, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সূচনা হয় ‘সুজানাস ক্লোজেট’-এর। এসময় সকলেই ‘সুজানাস ক্লোজেট’-এর জন্য শুভকামনা জানান।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর