সালমান খানের কারাদণ্ডের পর থেকেই বেশ কিছু তারকা তার সমর্থনে এগিয়ে এসে টুইটারে দুঃখপ্রকাশ করেন। তবে এতজনের মধ্যে দিয়ে কটাক্ষের তীর গিয়ে বিঁধল পাকিস্তানি অভিনেত্রী মাওরা হোকেনের গায়ে। সম্প্রতি ট্যুইট করে সালমান খানের প্রতি সহানুভূতি ব্যক্ত করতে গিয়েই ট্রোলিংয়ের স্বীকার হন এই নায়িকা।
টুইটে তিনি লেখেন, মানবাধিকারহীন বিশ্বে, বহু বছর আগে পশুহত্যার জন্য এমন মহান ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। আপনারা যত চান আমায় কটাক্ষ করতে পারেন। কিন্তু এখানে মারাত্মক কোন একটা ভুল হচ্ছে। মাথায় রাখবেন, এমন মানুষই কিন্তু মানুষের বাঁচার রশদ যোগায়।” লেখাটি পোস্ট করতে না করতেই ট্রোলিংয়ের ঝড় বয়ে যায় চোখের নিমেষে।
টুইটারে তাকে প্রশ্ন করতে থাকে যে মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মানুষ মেরে দিতে পারে। তারপরও নিজের তারকা হওয়ার প্রভাব ফেলে সেই কঠোর শাস্তি থেকে বেঁচে যেতে পারে, সেই মানুষকে মাওরা কী করে সমর্থন করলেন?
এতেই থেমে থাকেনি নেটিজেনরা। কটূক্তিতে ভরতে থাকে সেই পোস্টের কমেন্টবক্স। কয়েকটি জবাবে উঠে আসে পাকিস্তানি শিল্পীদের ব্যান করে দেওয়ার প্রসঙ্গ। সেই বিষয় নিয়েও নানান প্রশ্নের কবলে পড়েন মাওরা।
‘সনম তেরি কসম’ বলিউড ছবিতে অভিনয় করে বলিউডে পদার্পণ মাওরা হোকেনের। বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন সেই ছবির পর। পাকিস্তানি শিল্পীদের ব্যান করে দেওয়ার পর আর টিনসেল টাউনে কাজ করার সুযোগ হয়নি তার।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর