বলিউডের ‘ভাইজান’ কি শনিবার জামিন পাবেন? যে আদালতে সালমান খানের জামিন শুনানি চলছে, সেই যোধপুর সেশনস কোর্টের সংশ্লিষ্ট বিচারপতি রবীন্দ্রকুমার জোশী বদলি হয়ে যাওয়ায় গোটা প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোশীর জায়গায় আসতে চলেছেন বিচারপতি চন্দ্রকুমার সোনগারা। কিন্তু সপ্তাহের শেষের দিনে কি তিনি কাজে যোগ দেবেন? নতুন বিচারপতি কাজে যোগ না দেওয়া পর্যন্ত সালমানের জামিন মামলার নিষ্পত্তি হওয়া সম্ভব নয়।
পরিস্থিতি এখন যে রকম, তাতে ‘কয়েদি নম্বর ১০৬’-কে যদি আরও বেশ কয়েকটা দিন জেলেই কাটাতে হতে পারে বলে মনে করা হচ্ছে। ২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাবাসের সাজা পাওয়ার পর থেকেই তাকে রাখা হয়েছে যোধপুর সেন্ট্রাল জেলে। গতকাল রাতে তাকে ডাল, রুটির তরকারি খেতে দেওয়া হয়। জেল সূত্রে খবর, বিচারক বদলির খবর পেয়ে তিনি নাকি অস্থির হয়ে পড়েছিলেন। রাতে দু’চোখের পাতা এক করতে পারেননি।
গতকাল যোধপুর সেশনস কোর্টে জামিনের আবেদন জানিয়ে, সালমানের তরফ খেকে বলা হয়েছে, যে সাক্ষীদের কথার উপর ভিত্তি করে এই মামলার সাজা ঘোষণা করা হয়েছে, তাদের মন্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। গতকাল বেশ কিছুক্ষণ শুনানির পর তা স্থগিত রেখেছিলেন বিচারপতি রবীন্দ্রকুমার জোশী।
শুধু রবীন্দ্রকুমার জোশী একা নন। রাজস্থানে যে ৮৭ জন বিচারপতিকে গতকাল বদলি করা হয়েছে, তাদের মধ্যে দেবকুমার ক্ষত্রি-ও রয়েছেন। তিনিই কৃষ্ণসার হরিণ হত্যায় সালমানকে কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। যদিও এই বদলিকে ‘রুটিন’ বলে ব্যাখ্যা করা হয়েছে প্রশাসনের তরফে। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা