বলিউড অভিনেতা সালমান খানের ৫ বছরের কারাদণ্ড এখন মিডিয়া পাড়ার আলোচনার কেন্দ্রে। ২০ বছর আগের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার এই সুপারস্টারকে কারাদণ্ড দেন আদালত। তারপর থেকেই যোধপুর কেন্দ্রীয় কারাগারে আছেন সালমান। আর এরই মধ্যে প্রশ্ন উঠেছে সালমানের সবসময়ের সঙ্গী দেহরক্ষী শেরা এখন কী করছেন?
‘বজরঙ্গি ভাইজান’ তারকার দেহরক্ষী হিসেবে ২০ বছর ধরে কাজ করে আসছেন গুরমিত সিং জলি ওরফে শেরা। সহজভাবে বললে তিনি সালমানের হৃদয়ে ভাই, বন্ধু ও অভিভাবকের মতো জায়গা দখল করে আছেন। এমনকি সালমান ‘বডিগার্ড’ ছবিটিও উৎসর্গ করেছিলেন শেরাকে।
এদিকে সালমানের সাজায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেহরক্ষী শেরাকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গুঞ্জন।
সম্প্রতি একটি ঘনিষ্ঠসূত্র জানান, সালমানকে সুরক্ষিত রাখার জন্য প্রতি বছর ২ কোটি রুপি পান শেরা। জানা গেছে, আগের মতোই প্রতি মাসে ১৬ লাখ রুপি পারিশ্রমিক দেওয়া হবে তাকে।
উল্লেখ্য, নব্বই দশক থেকেই বলিউড তারকাদের দেহরক্ষী হিসেবে কাজ করে আসছেন শেরা। সালমানের সঙ্গে তার প্রথম আলাপ হয় ১৯৯৫ সালে। একই বছর হলিউড তারকা কিয়ানু রিভস এসেছিলেন ভারতে। তার সম্মানে একটি পার্টির আয়োজনে সালমানের সঙ্গে কয়েক মিনিট কথা বলার সুযোগ পান শেরা। তখনই বলিউডের এই সুপারস্টারের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও সেসময় সালমানের দেহরক্ষী ছিলেন অন্য একজন, তাই সুযোগ মেলেনি।
পরে চন্ডিগড়ে শো করতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়েন সালমান। সেমময় তার দেহরক্ষীরা তাকে ওই পরিস্থিতির মধ্য থেকে বের করে আনতে ব্যর্থ হলে চাকরি চলে যায় তাদের। পরে শেরাকে নিযুক্ত করার কথা ভাবেন সালমানের ভাই সোহেল খান। তখন থেকেই সালমানের সঙ্গে কাজ করছেন শেরা।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ