কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বৃহস্পতিবার বলিউড অভিনেতা সালমান খানের। এখন যোধপুর কেন্দ্রীয় কারাগারের ১০৬ নম্বর কয়েদি তিনি। জানা গেছে, কারাগারেও শরীরচর্চা ছাড়েননি এই সুপারস্টার।
এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে কয়েদিদের যে খাবার দেয়া হয় তা খাননি সালমান। শুক্রবার জেলের ক্যান্টিন থেকে দুধ ও পাউরুটি আনিয়ে খেয়েছেন। এরপর তার জামিনের শুনানি পেছানোর খবর শুনে দুপুরের খাবারও মুখে তোলেননি এ অভিনেতা। তবে এইদিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত টানা শরীরচর্চা করেছেন সালমান।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল ২০১৮/ওয়াসিফ