পহেলা বৈশাখকে সামনে রেখে ইউটিউবে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী তানজিনা আহমেদ মিতার মিউজিক ভিডিও 'জ্যোৎস্না রাইতে'। জাহাঙ্গীর রানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন কন্যারেখ্যাত শান।
লতা আচারিয়ার পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন একে আজাদ এবং ইভানা। এই গানটির মাধ্যমেই প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে মিউজিক বক্স। তারা জানিয়েছে, চমৎকার লোকেশন আর গল্পের কারণে মিউজিক ভিডিওটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
শিল্পী তানজিনা আহমেদ মিতা বলেন, এখন যুগ পাল্টেছে। দর্শক গান শোনার পাশাপাশি দেখতেও চায়। সে কারনেই ভিডিওর প্রকাশ। আশা করছি শ্রোতাদের মন্দ লাগবে না।
মিউজিক বক্স সূত্রে জানা গেছে কন্ঠশিল্পী শান এর সিঙ্গেল ট্র্যাকসহ আরো একাধিক বড় গান নিয়ে হাজির হচ্ছেন তারা।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা