সালমান খান জামিন পেয়েছেন। তার আগে সালমান খানের গ্রেফাতারিতে মুষড়ে পড়েন তাঁর ভক্তরা। সকলেই কমবেশি চিন্তিত ছিলেন এই অভিনেতাকে নিয়ে। তবে সালমানেরর গ্রেফতারিতে পাকিস্তানের ভক্ত যা করলেন তা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না।
সালমানের এই পাকিস্তানি ভক্তকে দেখতে খানিকটা সলমনের মতই। 'পাকিস্তানি সালমান' বলেই পরিচিত তিনি। হাটাচলা, স্টাইল সবকিছুতেই সালমানকে নকল করেন এই পাকিস্তানি ভক্ত। সালমানের গ্রেফতারির খবর পেয়েই পাকিস্তানের হাজিপুরা থানায় গিয়ে হাজির হন তিনি।
তার আবেদন সলমনকে নয়, তাকে গ্রেফতার করা হোক। সালমান খানের এই কষ্ট তিনি নাকি একদম দেখতে পারছেন না। তাই তিনিও জেলে ঢুকতে চান।
যদিও পাকিস্তানের হাজিপুরা থানার পুলিশ আধিকারিকদের বক্তব্য, সালমানের এই ভক্তর বয়স কম, তাই আবেগবশত তিনি একথা বলছেন। তাকে বুঝিয়ে বাড়ি পাঠানোর চেষ্টা চলছে বলেও জানান পাক পুলিশ কর্মকর্তা। ইতিমধ্যেই 'পাকিস্তানি সালমান'-এর এই কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়েছে।
সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর