রঙিন আইপিএল। রঙিন সাগরপাড়ের শহর মুম্বাই। ওয়াংখেড়েতে এপ্রিলের প্রথম সপ্তাহ শেষে শুরু হয়ে গেল ২০১৮ সালের আইপিএল। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আর এবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সেই দলের সাথেই সামনাসামনি টক্করে নেমেছে নির্বাসন ফেরত চেন্নাই সুপার কিংস।
সেই খেলা আলোচনাতে তো রয়েছেই, কিন্তু দীর্ঘদিন ধরেই এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নানা রকম আলোচনা চলছিল। প্রথমটায় ঠিক ছিল, এবারে পারফর্মেন্স দেখা যাবে রণবীর কাপুরের। কিন্তু মাঝে আহত হন তিনি। সেজন্যই কয়েক কোটির এই ছোট্ট অনুষ্ঠান বাতিল হয়ে যায়। যদিও, এরপরেও তালিকায় ছিলেন বরুণ ধাওয়ান।
শুরুতে আইপিএলের চেয়ারম্যান রাজীব শুক্লা এবারের টুর্নামেন্টের সূচনা ঘোষণা করেন। খোলার মাঠের নীল রঙের স্টেজে এরপরেই গ্র্যান্ড এন্ট্রি বরুণ ধাওয়ানের। ওয়াংখেড়ের কোমর তখন দুলছে গানের তালে। এরপর একে একে আসেন প্রভু দেবা, তমন্না ভাটিয়া, মিক্কা সিং, জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপর স্টেজ মাতাতে আসেন ঋত্বিক রোশন।
এবারের আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে ঋত্বিকের অনুষ্ঠান নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে গতবারের সেরা দলের অধিনায়ক রোহিত শর্মা ফিরিয়ে দিয়ে যান টুর্নামেন্টের ট্রফি। সেই সাথে জানিয়ে যান, মুম্বাইয়ের দর্শকদের জন্যই এই সাফল্য এসেছে।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/আরাফাত