প্রভাসের বিয়ে নিয়ে কম জল ঘোলা হয়নি। খুব জোরেশোরে শোনা গিয়েছিল বাহুবলীতে তারই নায়িকা অানুশকা শেঠিকে বিয়ে করতে চলেছেন অভিনেতা। এখন শোনা যাচ্ছে দক্ষিণী তারকা চিরঞ্জিবীর ভাইঝি অভিনেত্রী নিহারিকা কোনিদেলাকে বিয়ে করছেন প্রভাস।
তবে ভাইঝি নিহারিকার সঙ্গে প্রভাসের বিয়ের জল্পনা পুরোটাই ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন খোদ চিরঞ্জিবী। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রভাস। আপাতত তার 'সাহো'র শ্যুটিং নিয়েই ব্যস্ত।
সম্প্রতি প্রভাসের কাকা কৃষ্ণম রাজু নিজেই প্রভাসের বিয়ে নিয়ে মুখ খোলেন। জানান, এবছরই (২০১৮) বিয়ে করবেন প্রভাস। পরিবারের পছন্দের পাত্রীকেই বিয়ে করবেন তিনি।
সূত্র: জি নিউজ
বিডি-প্রতিদিন/০৮ এপ্রিল, ২০১৮/মাহবুব