'মাতাল' ছবির শুটিংয়ে মঙ্গলবার ব্যস্ত ছিলেন অভিনেত্রী অধরা খান। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তারপর এদিন গভীর রাতে অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাজে একটি পোস্টও আসে। এতে তাঁর ভক্তরা বিস্মিত হয়ে যায়। সবাই নানা প্রশ্ন সহকারে মন্তব্য করতে থাকেন। তখনও অধরা জানেন না বিষয়টি।
তবে জানার পরই তৎপর হন অধরা। এরপর সারাদিন শেষ আজ বিকেলে অ্যাকাউন্টটি নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তিনি। 'বাজে' মন্তব্য পোস্ট করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।
তিনি এক স্ট্যাটাসে লিখেন- হাই বলছি, আমার আইডি গতকাল হ্যাক হয়েছে । যে কোনো পোস্ট বা অপ্রিতিকর ম্যাসেজ, অবস্থা উপেক্ষা করুন দয়া করে। ধৈর্য ধরার জন্য এবং বিচার না করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ। এই ধরনের বিষয় আবার যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অধরা বর্তমানে মাতাল ছবির শেষ লটের শুটিং শেষ করছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন সাইমন সাদিক।
বিডিপ্রতিদিন/ ই-জাহান