কখনও সুনীল গ্রোভারের সঙ্গে টুইটারে বচসা। কখনও স্পটবয়ের এডিটর ভিকি লালওয়ানিকে গালমন্দ করা। এমনকি অভিনেত্রী রানির সঙ্গে শ্যুটও বাতিল করা৷ এরই মধ্যে শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে কপিলের নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’।
জানা গেছে, কমেডিয়ানের অপেশাদারিত্বের জন্য বন্ধ হতে চলেছে কপিলের ব্র্যান্ড নিউ শো৷ কপিলকে কটাক্ষ করেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন চ্যানেল কতৃপক্ষ৷ অনেক পানি ঘোলা করে ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ নিয়ে পথ চলা শুরু করেছিলেন কপিল শর্মা৷ এই শো নিয়ে সকল কপিল ভক্তের প্রত্যাশা ছিল তুঙ্গে৷ তবে প্রতিবাদের মতো এবার সব কিছুতে পানি ঢেলে দিয়েছেন কপিল নিজে।
‘ফ্যামিলি টাইম উইথ কপিল’ কেবলমাত্র তিনটি পর্ব সম্প্রচারিত হওয়ার পরই এই অবস্থায় এসে দাড়িয়েছে পরিস্থিতি৷ তিন চারদিন ধরে কপিলকে ফোন করছে শোয়ের কাস্ট অ্যান্ডড ক্রিউ৷ কিন্তু কমডিয়ান এক্কেবারে বেপাত্তা৷ ভিকি লালওয়ানির সঙ্গে বচসায় বেঁকে বসেন কপিল৷
সেই ঘটনার পর থেকেই তার এই অধপত্তন৷ শো-এর এক সূত্র জানিয়েছেন, “কপিল নিজের ব্যক্তিগত সমস্যার জন্য পেশাদারিত্ব ভুলতে বসেছে৷ শোয়ের ফার্স্ট এপিসোড পুরোপুরি ঘেটে ছিল৷ হাজারটা প্ল্যান ঠিক বস্তবায়ন করা যায়নি৷ টিআরপি উঠেছিল ঠিকই, তবে তার একমাত্র কারণ কপিলের বিশাল ফ্যানবেস৷”
তবে কপিল শর্মার ঠান্ডা পারফর্মেন্সের পর ফ্যানদের নজড় ঘুরে গিয়েছিল সুনীল গ্রোভারের ডিজিটাল ক্রিকেট কমেডি শো ‘জিও ধান ধানা ধান’র দিকে৷ নিন্দুকদের চমকে দিয়ে গ্র্যান্ড ওপেনিং হল শোয়ের৷ শিল্পা শিন্দে এবং সুনীল গ্রোভারের জুটি তো সকলের মন কেড়েছেই তার সঙ্গে তাঁদের পরিবেশনায় মুগ্ধ অনুরাগীরা৷ আইপিএল চলাকালীন এই ওয়েব স্ট্রিমিং হয়৷ যেখানে সুনীল গ্রোভারের কো স্টার হিসেবে রয়েছেন বিগ বস ১১ এর বিজয়ী শিল্পা সিন্দে৷
প্রোফেসার এলবিডাবলু সেজে কমেডি করতে দেখা গেছে সুনীলকে এবং শিল্পা হয়েছেন গুগলি দেবী৷ দুজনের কমিক টাইমিংয়ের কোন তুলনা হয়না৷ জিও টিভিতে শো’টি দেখে প্রসংশায় পঞ্চমুখ নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে ভক্তদের রিঅ্যাকশনে৷ সঙ্গে রয়েছেন সুগন্ধা মিশ্রা, আলি আসগর, সুইয়াশ রায় ছাড়াও আরও অনেকে৷ বর্তমানে ফ্যানদের শুভেচ্ছায় ভরে উঠছে টুইটার বক্স।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর