সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করবেন ঢালিউড তারকা অনন্ত জলিল ও বর্ষা। আগামী ১ জুন ধানমন্ডি ভিক্টোরিয়া কনভেনশন হলে এর আয়োজন করা হবে। প্রচেষ্টা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানটির নাম দেয়া হয়েছে 'প্রচেষ্টা ঈদ উৎসব ২০১৮'।
অনন্ত জলিল জানান, ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিশু শিক্ষা কেন্দ্র তথা স্কুলও করেছে। বর্তমানে এ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১৮০ জন। তাদের আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সঙ্গে বর্ষাও থাকবে।
এ অনুষ্ঠানে নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুন নূর তুষার এবং সংগীতশিল্পী তানজীব সারোয়ারসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
বিডি প্রতিদিন/ফারজানা