বিয়ের পর হানিমুন। এরপর কান চলচ্চিত্র উৎসব, আর সেটা শেষ হতেই ছবির প্রচারণায় ব্যস্ত হয়ে পড়া। সব মিলিয়ে স্বামী আনন্দের সঙ্গে সেই ভাবে সময় কাটানোর সুযোগই পাচ্ছেন না সোনম কাপুর। তাকে কখনো বিমানবন্দরে, কখনো লন্ডনের রাস্তায়, কখনো আবারও দিল্লির রাস্তায় দেখা যাচ্ছে।
এর মধ্যে ‘বীরে দি ওয়েডিং’ ছবির এর প্রচারেও তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও মন খুলেই জবাব দিচ্ছেন সোনম। বিয়ের পর স্বামী আর শ্বশুরবাড়ির জন্য নাকি সময়ই দিতে পারছেন না? সোনমের জবাব, ‘‘শ্বশুরবাড়ি শব্দটা আমার একদম পছন্দ নয়। আমি যখন থেকে আনন্দের সঙ্গে আছি, তখন থেকে ওর বাড়িটা আমার বাড়ি। শ্বশুরবাড়ি বলে কখনও ভাবিনি।,’’
‘বীরে দি ওয়েডিং’তে সোনমের সঙ্গে কারিনা কাপুর খান, স্বরা ভাস্করের মতো অভিনেত্রীরা রয়েছেন। ছবির প্রচারণায় এদের সঙ্গেই ব্যস্ত সময় কাটছে সোনমের।
বিডি-প্রতিদিন/৩১ মে, ২০১৮/মাহবুব