জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ এর আসর মাতাবেন জায়েদ খান ও সাহারা। আগামী ৮ জুলাই বিকাল চারটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এ আসর। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জায়েদ-সাহারাসহ মোট ৫ জুটি পরিবেশন করবেন নৃত্য। যেসব গানের সঙ্গে তারা পারফর্ম করবেন সে গানগুলো হচ্ছে- সারেং বৌ ছবির ‘ওরে নীল দরিয়া’, নয়নমনির ‘চুল ধইরো না খোঁপা খুলে যাবে যে নাগর, সুজন-সখীর ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’, নিশানের ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ঝিনুকমালার ‘তুমি ডুব দিও না জলে কন্যা’ প্রভৃতি। এফডিসির সার্বিক তত্ত্বাবধানে ফেরদৌস ও পূর্ণিমা উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে। ১ জুলাই থেকে এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে শুরু হয়েছে নৃত্যের মহড়া।
এ বছর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা ও মিয়াভাই খ্যাত প্রখ্যাত অভিনেতা ফারুককে সম্মাননা জানানো হচ্ছে। তাদের গানেই পারফর্ম করবেন জায়েদ-সাহারা। এ বিষয়ে জায়েদ খান বলেন, সাহারা এবং আমার পরিবেশনা দর্শকদের কাছে বাড়তি আনন্দ দেবে বলে আমি মনে করি।
সাহারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে আমি এবং জায়েদ খান আমাদের অভিনীত ছবি 'তোকে ভালোবাসতেই'র গানেও পারফর্ম করবো। অনেকদিন পর আবার কাজে ফিরছি। ভাবতেই আনন্দ হচ্ছে।
একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬
আজীবন সম্মাননা : ববিতা ও ফারুক। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : ঘ্রাণ, প্রযোজক এস এম কামরুল আহসান। প্রামাণ্য চলচ্চিত্র : জন্মসাথী, প্রযোজক একাত্তর মিডিয়া লি. ও মুক্তিযুদ্ধ জাদুঘর। পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী, আয়নাবাজি। অভিনেতা প্রধান চরিত্র : চঞ্চল চৌধুরী, আয়নাবাজি। অভিনেত্রী প্রধান চরিত্র : যৌথভাবে তিশা, ছবি : অস্তিত্ব ও কুসুম শিকদার, ছবি : শঙ্খচিল। পার্শ্বচরিত্রাভিনেতা : যৌথভাবে আলীরাজ, ছবি : পুড়ে যায় মন ও ফজলুর রহমান বাবু, ছবি : মেয়েটি এখন কোথায় যাবে। পার্শ্বচরিত্রাভিনেত্রী : তানিয়া আহমেদ, কৃষ্ণপক্ষ। খল-অভিনেতা : শহীদুজ্জামান সেলিম, অজ্ঞাতনামা। শিশুশিল্পী : আনুম রহমান খান সাঁঝবাতি, শঙ্খচিল। সংগীত পরিচালক : ইমন সাহা, মেয়েটি এখন কোথায় যাবে। গায়ক : ওয়াকিল আহমেদ, ছবি : দর্পণ বিসর্জন, গান : অমৃত মেঘের বারি। গায়িকা : মেহের আফরোজ শাওন, ছবি : কৃষ্ণপক্ষ, গান : যদি মন কাঁদে। গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার, ছবি : মেয়েটি এখন কোথায় যাবে, গান : বিধিরে ও বিধি। সুরকার : ইমন সাহা, গান: বিধিরে ও বিধি। কাহিনীকার : তৌকীর আহমেদ, অজ্ঞাতনামা। সংলাপ রচয়িতা : রুবাইয়াত হোসেন, আন্ডার কনস্ট্রাকশন। চিত্রনাট্যকার : অনম বিশ্বাস ও গাউসুল আলম, আয়নাবাজি। সম্পাদক : ইকবাল আহসানুল কবির, আয়নাবাজি। শিল্পনির্দেশক : উত্তম গুহ, শঙ্খচিল। চিত্রগ্রাহক : রাশেদ জামান, আয়নাবাজি। শব্দগ্রাহক : রিপন নাথ, আয়নাবাজি। পোশাক ও সাজসজ্জা : যৌথভাবে সাত্তার, নিয়তি ও ফারজানা সান, আয়নাবাজি। মেকাপম্যান : মানিক, আন্ডার কনস্ট্রাকশন।
বিডি প্রতিদিন/ফারজানা