একাধারে অভিনেতা, গায়ক ও মডেল তাহসান খান। নিজের কাজের সব সেক্টরেই সমান জনপ্রিয় তিনি। এবার তিনি একলা হতে চাইছেন। তাইতো আবেগী কণ্ঠে গাইছেন- 'একলা হতে চাই'। নিহার আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। গানের মিউজিক করেছেন সাজিদ সরকার। সেভেনটিউন্স এন্টারটেইনমেন্ট'র ইউটিউব চ্যানেলে গানটির রিলিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।
নতুন গানটি প্রসঙ্গে তাহসান খান বলেন, গানের সুর-সংগীত ভালো হয়েছে। আমি যে ধারার গান করি এটিও তেমন। তবে কিছুটা ব্যতিক্রম থাকছে। আর সেভেনটিউনস একটি নতুন লেভেল। আমি আশা করি প্রতিষ্ঠানটি আগামীতে আরো ভালো ভালো গান শ্রোতাদের উপহার দেবে।
এদিকে, শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছন সেভেনটিউনসের কর্ণধার পারভীন সুলতানা।
উল্লেখ্য, এর আগে আসিফ আকবরের আলোচিত গান কসম প্রকাশিত হয় একই চ্যানেলে। গানটিও দর্শকদের কাছে প্রশংসিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার