এনটিভির বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘রঙিন পাতা’র ৫০তম পর্বে অতিথি হিসেবে দেখা যাবে সাংবাদিক শামছুল হক রাসেল ও মডেল অভিনেত্রী সুজানাকে। আগামী ২৯ জুলাই রবিবার রাত ৯টা ১০ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
কাজী মোহাম্মদ মোস্তফার পরিকল্পনা ও প্রযোজনায় ‘রঙিন পাতা’ অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছেন তৌহিদা শ্রাবণ্য। আর গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর।
অনুষ্ঠানে সুজানা ছোট পর্দায় অভিনয় ব্যস্ততা, মডেলিং এবং নিজের ফ্যাশন হাউজ নিয়ে কথা বলেছেন। এসময় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। অন্যদিকে, সাংবাদিক শামছুল হক রাসেল তার বর্তমান ব্যস্ততা এবং অনলাইন সাংবাদিকতাসহ আরো নানা বিষয়ে কথা বলেছেন।
কাজী মোহাম্মদ মোস্তফা জানান, দেশের খবরের কাগজগুলোতে একটি পাতা বরাদ্দ থাকে বিনোদন জগতের খবরা-খবরের জন্য। এই পাতাটিকে বিনোদন পাতাও বলা হয়ে থাকে। দেশ-বিদেশের বিনোদন দুনিয়ার সব খবর প্রকাশিত হয় এপাতায়। তাই এই পাতাটিকে ঘিরে বিনোদন জগতের বাইরেও সাধারণ পাঠকের রয়েছে ব্যাপক আগ্রহ। পাশাপাশি অনলাইনেও সবার আগে বিনোদনের খবরগুলো তুলে ধরা হয় পাঠকের সামনে। মূলত সেইসব পেছনের মানুষ ও সামনের মানুষদের নিয়েই এই অনুষ্ঠান সাজানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা