ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে মনোমালিন্যের খবরকে মিথ্যে দাবি করে টুইট করেছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। লন্ডনে ছুটি কাটানো শেষে মুম্বাই বিমানবন্দনের নামার পর বচ্চন পরিবারের একটি ভিডিও ভাইরাল হয়। সেখান থেকেই এ বিপত্তি।
ওই ভিডিওতে দেখা যায়, মেয়ে আরাধ্যা মা ঐশ্বরিয়ার হাত ধরে হাঁটছে। বাবা অভিষেক মেয়ের হাত ধরতে গেলে এক ঝটকায় সরিয়ে দেন ঐশ্বরিয়া। সেটির ওপর ভিত্তি করে দু'জনের মনোমালিন্য হয়েছে বলে খবর প্রকাশ করে একটি ওয়েব পোর্টাল।
টুইটারে অভিষেক লিখেছেন, সম্মান করেই বলছি এই ধরনের ভুয়া গল্প তৈরি থেকে বিরত থাকেন। বুঝি আপনাদের প্রতিনিয়ত নতুন খবর লিখতে হয়। কিন্তু সেই কাজটিই দায়িত্ব নিয়ে করেন কোনো ধরনের ভুল তথ্য ছাড়া। তাহলে সত্যিই সেটি প্রশংসার যোগ্য হবে। এবং সম্মানিতও বোধ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা