বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রীদের একজন শ্রদ্ধা কাপুর। গ্লামার ও অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি আচমকাই ইনস্টাগ্রাম থেকে সব ছবি, ভিডিও মুছে ফেললেন শ্রদ্ধা কাপুর।
পাশপাশি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি এবং ভিডিও মুছে দেওয়ার আগে শ্রদ্ধা স্ট্যাটাস দেন, ‘মর্দ কো দর্দ হোগা’। কিন্তু, কী কারণে শ্রদ্ধা ওই স্ট্যাটাস দেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে অনেকে মনে করছেন, শ্রদ্ধা কাপুরের একাউন্ট হ্যাক করা হয়েছে। না হলে, এইভাবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে অভিনেত্রীর প্রোফাইল ছবি গায়েব হয়ে যেত না। তবে আগামী সিনেমা ‘স্ত্রী’-র প্রমোশনের জন্যই কি ‘মর্দ কো দর্দ হোগা’ স্ট্যাটাস দিয়ে ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছেন শ্রদ্ধা। যদিও এ বিষয়ে মুখ খোলেননি বলিউড অভিনেত্রী।
প্রসঙ্গত, আগামী সিনেমা ‘স্ত্রী’-তে শ্রদ্ধাকে এক অন্যরকম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে শোনা গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান