প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী স্ম্যাক আজাদ ও স্বরলিপির নতুন গান 'পলকে পলকে ঝলক'। রাজেশের সুর ও সংগীতে গানের কথা লিখেছেন স্ম্যাক আজাদ।
সম্প্রতি লায়নিক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির লিরিক ভিডিও অবমুক্ত করা হয়েছে।
নতুন গান প্রসঙ্গে স্ম্যাক আজাদ বলেন, 'এটি মূলত একটি প্রেমের গান। মেলোডিধর্মী এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।'
একই আশাবাদ ব্যক্ত করে স্বরলিপি বলেন 'রাজেশ দার সুরে গানটি গাইতে দারুন লেগেছে। কথাগুলোও বেশ মিষ্টি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।'
এদিকে একই ব্যানারে স্ম্যাক আজাদের একাধিক গানের মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান শিল্পী।
বিডি-প্রতিদিন/ ই-জাহান