'ধাড়াক' দিয়ে চূড়ান্তভাবে বলিউডের সদস্য হয়ে গেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী। ছবিটি ব্যর্থ হলেও প্রশংসিত হয়েছে জাহ্নবীর অভিনয়। অনেকেই তার প্রশংসা করেছেন যার তালিকায় আছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর। অভিনয়ের পাশাপাশি তিনি জাহ্নবীর সৌন্দর্য্যেও মুগ্ধ। ৮৮ বছর বয়সী গায়িকা আরও জানিয়েছেন, বলিউডের নবাগত এ নায়িকার ছবিতে গান গাইতে চান তিনি।
২০১৬ সালের মারাঠি ভাষায় নির্মিত ব্লকবাস্টার ছবি 'সাইরাত' অবলম্বনে 'ধাড়াক' ছবিটি নির্মাণ করা হয়। শশাঙ্ক খইতান পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ঈশান খাত্তার, আশুতোষ রানা, খরাজ মুখার্জী ও আদিত্য কুমার। দুই কিশোর-কিশোরীর প্রেম নিয়ে নির্মিত এ ছবিটি গত ২০ জুলাই মুক্তি পায়।
'ধাড়াক' ছবিতে বেশ সাদামাটা চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। জানা গেছে, এর পরের ছবিতে গ্ল্যামারাস লুকে হাজির হচ্ছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা