নিপা ও সুনীল দুজন দুজনকে ভালোবাসে। একই বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে এক বিভাগে। ভালোবাসার শুরুটা অবশ্য তাদের তিন বছর ধরে। কিন্তু এই তিন বছরে দুজনের মধ্যে মিল থাকলেও বেশ ঝগড়া। আর এর কারণ হলো সুনীল নিপাকে সন্দেহ করে প্রচুর। কিন্তু নিপার এটা পছন্দ নয়। সুনীল প্রতিনিয়ত নিপাকে মানসিকভাবে টর্চার করতে থাকে। সুনিলের দৃষ্টিতে এসব কিছুই তার নিপার প্রতি ভালোবাসা। নিপা সুনীল কে বোঝাতে চায় তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আর ভালবাসায় বিশ্বাস থাকাটাই জরুরী। কিন্তু সুনীল একরোখা । আর এ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মাঝে।
আদনান নামের একটি ছেলে ভর্তি হয় তাদের একই বিভাগে। একদিকে নিপা তার ভালোবাসার মানুষটির প্রতি যন্ত্রণা আর তার প্রতি অবিশ্বাসের কারণেই ফ্রাস্ট্রেট হয়ে সুনীলের কথা সব খুলে বলে আদনানকে। আদনান নিপাকে বোঝায় সুনিল এর সন্দেহ তার ভালবাসার পাগলামির বহিঃপ্রকাশ। সুনীল এর পাগলামি আর সন্দেহপ্রবনতায় নিপা-সুনীল এর মধ্যে দূরত্ব তৈরি হয়। সুনীলের পাগলামি দেখে আদনান ঠিক করে নিপার সঙ্গে মিশবে না। কিন্তু নিপা আরও ক্ষিপ্ত হয়ে সুনিলকে এভয়েড করতে থাকে। শেষমেষ সুনীল তার বন্ধুদের নিয়ে আদনানকে মারে।
আর এই খবর পৌঁছে যায় নিপার কাছে। হাসপাতালে যায় নিপা। হাসপাতালে আদনান নিপাকে বুঝিয়ে বলে এসব কিছু না। কোন সমস্যা হবে না। তুমি সুনীলকে সময় দাও। সে তোমাকে অনেক ভালোবাসে। এসব কথা শুনে নিপা কাঁদতে কাঁদতে চলে যায় হাসপাতাল থেকে। এদিকে সুনীলও অনুতপ্ত আর অপরাধ বোধে ভুগে। সে তার ভুল বুঝতে পারে। বুঝতে পারে নিপা-সুনিল এর ভাবনার জগতটা একেবারে বিপরীতমুখী। এদিকে সিদ্ধান্তহীনতায় ভুগে নিপা। দুটি মানুষ নীরবে কষ্ট পেতে থাকে। সুনীল বুঝতে পারে ভালোবাসায় পাগলামী থাকা ভালো কিন্তু শুধু ভালোবাসলেই চলে না দুজনের ভালো থাকাটাও জরুরি। ওদিকে নিপা নিজেকে সামলে রাখতে পারেনা। এক পর্যায় অস্থির হয়ে সিদ্ধান্ত ন্যায় নিজেকে সমর্পন করবে সুনীল এর পাগলামি ভরা ভালোবাসার কাছে। পাগল হয়ে ছুটে যায় সুনীল কাছে। ঝাপিয়ে পরে সুনীলে বুকে। সুনীল নিজেকে শুধরে নতুন করে তাদের ভালাবাসা শুরু করার প্রত্যয়ে বুকে টেনে ন্যায় নিপাকে।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসি একটু বেশি’। রচনা কুদরত উল্লাহ ও পরিচালনা রাহাত কবির। এতে সুনীল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল, নিপা চরিত্রে অভিনয় করেছেন শারমিন আখিঁ এবং আদনান চরিত্রে অভিনয় করেছেন আতিক হাসান। এছাড়া আরো অনেকই নাটকটিতে অভিনয় করেছেন। নাটকটি খুব শিঘ্রই প্রচার হবে জিটিভিতে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান