রবীন্দ্রসঙ্গীতশিল্পী মিতা হক অসুস্থ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। নিউমোনিয়া ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ১৯ জুলাই তিনি হাসপতালে ভর্তি হন। কয়েকদিন আইসিইউতে ছিলেন তিনি। অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছে।
মিতা হকের মেয়ে রবীন্দ্র সংগীতশিল্পী ফারহীন খান জয়ীতা জানান, গত কয়েক দিন আমরা ভয়াবহ খারাপ সময় পার করেছি। মায়ের অবস্থা এখন স্থিতিশীল।
তিনি আরও জানান, ইনফেকশনটা পুরোপুরি যেতে সময় লাগবে। তার প্রচুর বিশ্রাম দরকার। সবার দোয়া প্রার্থনা করে তিনি বলেন, 'আপাতত তাকে দেখতে আসা জরুরি নয়। ভিজিটর একেবারেই নিষেধ।'
বিডি প্রতিদিন/ফারজানা