ঢালিউডের 'ওহ মাই লাভ' শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী সাবর্ণী। সবকিছু ঠিক থাকলে আগামী ১ আগস্ট ঢাকায় ছবিটির শ্যুটিং শুরু হতে পারে। এটি পরিচালনা করবেন আবুল কালাম আজাদ।
তথ্য মন্ত্রণালয় থেকে বিদেশী অভিনেতা-অভিনেত্রীদের কাজ করার অনুমতিপত্র সম্প্রতি হাতে পেয়েছেন ছবিটির প্রযোজক জাহাঙ্গীর শিকদার। মের্সাস এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এ ছবিতে ওপার বাংলার অভিনেতা রিদ্বেশও রয়েছেন। এছাড়া নায়িকা হিসেবে আরও একজনকে দেখা যাবে ঢালিউড থেকে। এক্ষেত্রে শোনা যাচ্ছে মাহিয়া মাহির নাম। প্রযোজক নিজেই এ কথা জানালেন। বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তিনি।
মুঠোফোনে জাহাঙ্গীর শিকদার বলেন, এ ছবিতে দুই নায়িকা, একজন কলকাতার সাবর্ণী অন্যজন মাহি। নায়ক হিসেবে কলকাতার রিদ্বেশ। ইতিমধ্যে তাদের ওয়ার্ক পারমিট হাতে পেয়েছি। ৩০ জুলাই দেশে ফিরবো। আর ১ আগস্ট থেকে পূবাইলে ক্যামেরা অন হবে ছবিটির।
সাবর্ণী
এদিকে, মুঠোফোনে কলকাতা থেকে বাংলাদেশ প্রতিদিনকে সাবর্ণী বলেন, রবিবার ঢাকায় আসব। এর আগেও ঢাকায় এসেছিলাম। আশা করি 'ওহ মাই লাভ' ছবিতে নিজের অভিনয়ের সেরাটা দিতে পারব। বাকিটা ক্যামেরা অন হলেই বোঝা যাবে।
মিডিয়াতে টালিগঞ্জের অভিনেত্রী সাবর্ণীর যাত্রা শুরু ২০১১ সালে র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়ে। ২০১২ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘টাপুর টুপুর’-এ অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তা পান তিনি। ছোট পর্দায় জনপ্রিয়তার পর বড় পর্দায় ‘সুপার হিট’ শিরোনামের ছবিটি আরও এক ধাপ এগিয়ে নেয় তার পরিচিতি। পাশাপাশি স্বপন সাহার 'শ্রেষ্ঠ বাঙালি' ছবিতে তার অভিনয় বেশ নজর কাড়ে দর্শক ও বোদ্ধাদের। মিডিয়ার সব রাস্তায় যেন তার পথচলা। এরই মধ্যে বিজ্ঞাপনেও চুটিয়ে কাজ করছেন সমানতালে। বর্তমানে মুম্বাইয়ের র্যাম্প জগতেও বেশি এগিয়ে চলছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা