রাধারমণের গান 'ভ্রমে কইয়ো গিয়া' গানটি নতুন সঙ্গীতায়োজনে গাইলেন সিরাজুস সালেহীন। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে সম্প্রতি এই গানটির ভিডিও ইউটিউবে অবমুক্ত করা হয়েছে।
রাধারমনের বিখ্যাত এই গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন সালেহীন নিজেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা রাধা রমন, শাহ আবদুল করিম, লালন সাঁইদের দেশে জন্মেছি। ভ্রমর গানটি আমার অসম্ভব প্রিয় একটি গান। গানটি নতুন করে গাওয়ার সাহস করেছি। বাকিটা শ্রোতাদের হাতে।
উল্লেখ্য, শিগগিরই লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে একাধিক নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে সালেহীনের।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৮/আরাফাত