ঈদকে সামনে রেখে জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে জিয়াউদ্দিন আলম ফিচারিং কণ্ঠ শিল্পী মেহতাজ ও উপমার’র প্রথম গানের মিউজিক ভিডিও 'তোর সাথে'।
এর আগে মেহতাজ ও উপমা দুই জনেই আলাদা আলাদা গান করলেও এই প্রথম এক সাথে তারা ডুয়েট গানে কন্ঠ দিয়েছেন।
তোর সাথে কাটাবো, চাঁদ মাখা ঐ রাত/ দিসনা আমায় তুই/ আজ কোনও অজুহাত, এমন কথার গানটি লিখেছেন নোমান শিবলু। গানের সুর করেছেন জিয়াউদ্দিন আলম, সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। রোমান্টিক ধাঁচের এই গানটির মিউজিক ভিডিওটি নির্র্মাণ করেছেন হাসান ফুয়াদ।
গানটি প্রসঙ্গে গীতিকার, সুরকার জিয়াউদ্দিন আলম বলেন,মেহতাজ ও উপমার’র চমৎকার গায়কী অসাধার তারা গেয়েছেন। আশা করছিন শ্রোতা-দর্শকদের মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৮/আরাফাত