বলিউডের প্রথম সারির তারকা অভিনয়শিল্পী দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের বিয়ে নিয়ে জল্পনার শেষ ছিল না। ছয় বছরের প্রেম শেষে বুধবার সকালে ইতালিতে বিয়ে করেছেন তারা। এর আগে হয়েছে মেহেন্দির অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন রীতি-রেওয়াজ তো ছিলই । কিন্তু তাদের বিয়ের কোনো ছবিই এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। কবে আসবে তাও জানা সম্ভব নয়।
সামাজিক মাধ্যমে দীপিকা-রণবীর খুবই সক্রিয়। তারা নিজেরাও কোনো ছবি পোস্ট করেননি। এদিতে ইতালিতে বিয়েতে যারা অতিথি হিসেবে আছেন তাদেরও ফোন ব্যবহারের অনুমতি নেই। ফলে পেশাদার আলোকচিত্রী ছাড়া কেউ সেভাবে ছবি তুলতে পারেননি। ফলে ইন্টারনেটে এখন পর্যন্ত তাদের বিয়ের ছবি আসেনি। ভারতে সম্প্রতি হওয়া তারকা বিয়েতে এমনটা দেখা যায়নি।
বুধবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক মডেল অভিনেত্রী স্মৃতি ইরানি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেঞ্চে বসে থাকা একটি কঙ্কালের ছবি পোস্ট করেছেন। সঙ্গে মজার ক্যাপশন জুড়ে দিয়েছেন- যখন আপনি দীপিকা-রণবীরের বিয়ের ছবি দেখতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন!
বিডি প্রতিদিন/ফারজানা