বলিউড তারকা সালমান খানের ভাই আরবাজ খানের সাবেক স্ত্রী মালাইকা আরোরার সঙ্গে প্রেম করছেন অর্জুন। গুঞ্জন রটেছে আগামী এপ্রিল মাসে নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। আর এই নিয়ে খান পরিবারের বিরাগভাজন হয়েছে কাপুর পরিবার। সে রেশ ধরেই নাকি অর্জুন কাপুর ও তার বাবা বনি কাপুরকে সালমান খান নিজের বাসায় ঢুকতে নিষেধ করেছেন।
সূত্র বলছে, শুরুতে সালমানের ছোট বোন অর্পিতার সঙ্গে অর্জুনের প্রেম ছিলো। কিন্তু অর্জুন কিছুদিন পর অর্পিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মালাইকার সঙ্গে বন্ধুত্ব করেন। তখন থেকে অর্জুনে উপর সালমান বিরক্ত হতে শুরু করেন। তবে ‘ভাইজান’ খান পরিবারের সম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেননি। কিন্তু আরবাজের সঙ্গে মালাইকার বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে সম্পর্ক গড়ার বিষয়টিতে সালমান রাগান্বিত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ