সাবেক বিশ্বসুন্দরী মানসী ছিল্লারের বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডের নন্দিত পরিচালক ফারাহ খানের হাত ধরেই। ফারাহ খান তার আগামী সিনেমার জন্য মানসীকেই নাকি অনেক পছন্দ করেছেন। এদিকে, মানসীও সিনেমাটিতে কাজ করার সুযোগ পেয়ে বেশ আনন্দিত।
যদিও সিনেমাটির নায়কসহ অন্যান্য বিষয়গুলোও এখনো ঠিক হয়নি। তাছাড়া, ফারাহ খানও বেশ কয়েক বছর ধরে পরিচালনা থেকে দূরে ছিলেন। তবে তিনি কোরিওগ্রাফার হিসেবে নিয়মিত সিনেমায় কাজ করছেন।
মানসী পেশায় চিকিৎসক হলেও ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের মুকট মাথায় তোলেন। মানসী ১৯৯৭ সালের ১৪ মে দিল্লিতে এক চিকিৎসক পরিবারে জন্মগ্রহণ করেন। মানসীর বাবা ও মা দুজনেই পেশায় চিকিৎসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার