বিচ্ছেদের পরই জমিয়ে উদযাপন করেছেন ব্রিটিশ রিয়ালিটি শো 'লাভ আইল্যান্ড’ তারকা মেগান বার্টন হ্যানসন। ২৪ বছর বয়সী শনিবার রাতে ব্রাইটনে এক পার্টিতে হাজির হন তিনি। সবার চেয়ে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নীল রঙের ছোট পোশাকে বেশ আবেদনময়ী লাগছিল মেগানকে। এদিন তার সঙ্গে পার্টিতে হাজির ছিলেন বান্ধবী সামিরা (২২)।
এই সপ্তাহেই প্রেমিক ওয়েস নেলসনের (২০) সঙ্গে মেগানের ছাড়াছাড়ি হয়েছে। প্রায় ৭ মাস সম্পর্ক ছিল তাদের। মেগানের দাবি তিনি ভালোবাসলেও বিনিময়ে ভালোবাসা পাননি। এ নিয়ে তাদের মধ্যে লড়াইও হয়েছে বলে জানান তিনি। মেগান বলেন, তিনি এখনো ওয়েসকে ভালোবাসেন। কিন্তু তাদের দুজনের লক্ষ্য ও স্বপ্ন ভিন্ন। আর ওয়েস তার থেকে বয়সে ছোট। সে খ্যাতি নিয়ে ব্যস্ত। তাই ছাড়াছাড়ি হয়ে গেছে।
সূত্র: ডেইলি মেইল
বিডি প্রতিদিন/ফারজানা