ভালোবাসা দিবসে উপলক্ষে আবারও নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করছেন হালের কণ্ঠশিল্পী শাওন গানওয়ালা। গানের শিরোনাম ‘রং তুলি’। ভিডিওটি নির্মাণ করেছেন নান্দনিক নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। গানটিতে মডেল হয়েছেন ‘যে পাখি ঘর বুঝে না’ খ্যাত মডেল অভিনেতা তারেক তাজ, জান্নাত ও শিশু শিল্পী রাহাত। 'রোজ সকালে স্বপ্ন গুলো-দিচ্ছে নতুন আলো, দিনে রাতে মায়া গুলো, মনকে রাঙ্গিয়ে দিলো- দেয়াল জুড়ে প্রতিচ্ছবি রং তুলিতে আকা’- ভালোবাসায় মিশে গেলো- কল্পনাতে লেখা জিয়াউদ্দিন আলমের এমন কথা ও সুরে, ‘রং তুলি’ গানটির মিউজিক করেছেন ওয়াহিদ শাহীন ।
ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘রং তুলি’ মিউজিক ভিডিও। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটায় ম্যাক্স ব্যাগ’র ইউটিউব চ্যানেলে ‘রং তুলি’ মিউজিক ভিডিও আকারে উন্মুক্ত হবে ।
গান-ভিডিওটি প্রসঙ্গে শাওন গানওয়ালা বলেন, “অনেক প্রিয় একটা গান। কৃতজ্ঞ জিয়াউদ্দিন আলম ভাইয়ের প্রতি। এতো সুন্দর একটি গান আমাকে দেয়ার জন্য। এছাড়া ম্যাক্সব্যাগ এর পিয়াস ভাই ও পরিচালক ইমন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালো একটি মিউজিক ভিডিও করার জন্য। এটি আমার খুব পছন্দের একটি গান। অসাধারণ মিউজিক করেছেন শাহীন ভাই। ‘রং তুলি’ মিউজিক ভিডিওটি করার পর গানটিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এছাড়া সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
‘গানটি খুবই রোমান্টিক। চেষ্টা করেছি সেভাবেই পর্দায় তুলে আনতে। ভিডিওটি প্রকাশের পর পজেটিভ সাড়া পাবো আশা করছি। ধন্যবাদ জানাই ম্যাক্সব্যাগ এন্টারটেইনমেন্টে কর্তৃপক্ষকে- আমার প্রতি আস্থা রাখার জন্য। গানটির চিত্রায়ন হয়েছে পুবাইলের একটি শুটিং হাউজে ও ঢাকায়। টানা দুই দিন শুটিং করা হয়।
নতুন প্রজন্মের শিল্পী সাজ্জাদ হোসেন ‘শাওন গানওয়ালা’ নামে পরিচিত। ২০১৫ সালের শেষ দিকে নিজের গাওয়া ‘ইচ্ছে মানুষ’ গান দিয়ে পরিচিতি পান শাওন। এখন গান নিয়েই আছেন। ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে তাঁর প্রেম। পড়াশোনাও সংগীত নিয়ে। নজরুলসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে। গান শেখান ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ছোটদের।
অডিও গানের পাশাপাশি নাটকেও নিয়মিত গাইছেন শাওন। ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায় একটি গানেও কণ্ঠ দিয়েছেন বলে জানান তিনি। গানের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শাওন। বলেন, ‘দুটোই বেঁচে থাকার জন্য। “ইচ্ছে মানুষ” গানটি দিয়ে শ্রোতারা আমাকে চিনেছেন।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব