ভারতের লোকসভা নির্বাচনের মাত্র সপ্তাহ খানেক আগে (৫ এপ্রিল) মুক্তি পাচ্ছে মোদির বায়োপিক, ‘পিএম নরেন্দ্র মোদি।’ গত বুধবার মুক্তি পেয়েছে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির ট্রেলার। যা দেখতে ইউটিউবে উপচে পড়ছে ভিড়। কিন্তু খুশি হচ্ছেন না দর্শকরা।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, যেদিন মোদির চরিত্রে অভিনয়ের জন্য বিবেক ওবেরয়ের নাম ঘোষণা করা হয়েছিল, সেদিন থেকেই মোদির বায়োপিক নিয়ে আগ্রহ বেড়েছিল সাধারণ মানুষের মনে। কিন্তু ট্রেলার দেখার পর তাদের সেই আগ্রহ হতাশায় পরিণত হয়েছে বলে।
ট্রেলার দেখেই আন্দাজ করা যায়, মোদির রাজনৈতিক জীবনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত এই ছবিতে দেখানো হবে। রাজনৈতিক জীবন ও দোলাচল থেকে শুরু করে একেবারে ব্যক্তিগত জীবনের বেশ কয়েকটি দিক উঠে আসবে এই ছবিতে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ