১৯ মে, ২০১৯ ১৬:৩৬

কানে গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

কানে গর্ভপাত আইনের বিরুদ্ধে বিক্ষোভ

৭২ তম কান চলচ্চিত্রের উৎসবের একদিকে লালগালিচায় মাতাচ্ছেন তারকারা, অন্যদিকে চলছে চলচ্চিত্র প্রদর্শন। তবে সাংস্কৃতিক এ ময়দানেও চলছে রাজনীতির চর্চা। উৎসবের উদ্বোধনী দিনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন উৎসবের প্রধান বিচারক আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রে সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছিলেন তিনি।

এবার কানের লাল গালিচায় গর্ভপাত আইনকে আরও কঠোর করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন অধিকার কর্মীরা। তারা ব্যানার নিয়ে লালগালিচায় হেঁটেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক রাজ্যে গর্ভপাত আইনকে কঠোর করা হয়েছে আবার কোথাও এটিকে নিষিদ্ধও করা হয়েছে। তারই প্রতিবাদে শনিবার ৬০ জন নারী ও অধিকারকর্মী জড়ো হন কানের লালগালিচায়। আর্জেন্টিনার নির্মাতা জুয়ান সোলানাসের 'লেট ইট বি ল' প্রামাণ্যচিত্র প্রদর্শনের আগে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ প্রামাণ্যচিত্রটিকে গর্ভপাত নিয়ে নির্মিত হয়েছে। আর্জেন্টিনাতে গর্ভপাতকে বৈধ করতে আইন পাশের বিষয়ে আন্দোলন চলছে।  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর