বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে প্রায় ৩০০ জুনিয়র ও দুঃস্থ শিল্পীদের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বিএফডিসি'র শিল্পী সমিতির কার্যালয়ে তাদের হাতে এসব তুলে দেয়া হয়।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে জানান, ঈদে যাতে এফডিসির জুনিয়র ও দুঃস্থ শিল্পীরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে এজন্য আমরা ১৪৯ জন শিল্পীকে বস্ত্র উপহার দিয়েছি। এছাড়াও শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ সব মিলিয়ে প্রায় ৩০০ শিল্পীর হাতে তুলে দেয়া হয়েছে।
শিল্পীদের সার্বিক এই ঈদ উপহার প্রদানে বিশেষ সহায়তা করেছেন চিত্রনায়িকা নিপুণ।
বিডি প্রতিদিন/২৭ মে, ২০১৯/আরাফাত