পবিত্র রমজান মাসে আরটিভিতে শুরু হওয়া ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের পরিচ্ছন্নতার গল্প শীর্ষক ১০ পর্বের প্রোগ্রামের শেষ পর্বে দেখানো হলো রাইসা ও তার পরিবার মিলে শিশুদেরকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান করতে মঞ্চে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পরিচ্ছন্নতার গল্পের শেষাংশে আসেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ ক্যাম্পেইনের দূত চিত্রনায়ক রিয়াজ। তিনি সকলকে হাতে হাত ধরে সুস্থ, সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অভিযানে শামিল হতে আহবান জানান।
এই পর্বে, রাইসা ও তার পরিবার মিলে আয়োজন করে পরিচ্ছন্নতার সচেতনতা বিষয়ক একটি কর্মসূচির। ছোট ছোট শিশুরা সেখানে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন লেখাসহ প্ল্যাকার্ড নিয়ে আসে এবং নানা ধরণের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। রাইসা ও শিশুদের মিলিত এই আয়োজনে হঠাৎ করে একজন মুখোশ পরিহিত দৈত্য এসে হানা দেয় এবং পরবর্তীতে মুখোশ খুললে দেখা যায় এটি আসলে চিত্রনায়ক রিয়াজ। তিনি তখন সকলের মিলিত পরিচ্ছন্নতা বিষয়ক এই উদ্যোগের খুব প্রশংসা করেন এবং জানান তিনিও আছে তার সাথে। এভাবেই রাইসা ও তার পরিবারের শিশুদেরকে নিয়ে মিলিত এ উদ্যোগের আয়োজন করা হয় দেশের মানুষদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে।
উল্লেখ্য, ‘যদি একদিন’ চলচ্চিত্রের মূল চরিত্রের শিশুশিল্পী রাইসা অভিনীত ‘পরিচ্ছন্নতার গল্প’ পর্বগুলো নিয়মিত প্রচারিত হচ্ছে আরটিভিতে। এছাড়াও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এর ফেসবুক পেজ (https://www.facebook.com/PorichchonnoBangladesh)’ ও ইউটিউব চ্যানেলেও (https://www.youtube.com/channel/UClTx0lXC4m3gJLOyWlvibDA) দেখা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক