ঈদে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী বেলাল খানের ‘কেনো আজ’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটি প্রকাশের মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করল নতুন প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিক। গীতিকবি জামাল হোসেনের কথায় ‘কেনো আজ’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন।
একটি নান্দনিক গল্প নির্ভর এই গানের ভিডিওতে জুটি বেঁধেছেন টিভি পর্দার দুই পরিচিত মুখ নিলয় আলমগীর ও হিমি। সঙ্গে রয়েছেন শিল্পী বেলাল খানও। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন পরিচালক মাহিন আওলাদ। যিনি ইতোমধ্যে মায়া বাড়াইছে, মনের দুঃখ ও পিছুটান গানগুলোর নান্দনিক ভিডিও নির্মাণ করে আলোচনায় এসেছেন। তিনি এফডিসিতে সেট সাজিয়ে গানের চিত্রায়ণ করেছেন।
গায়ক বেলাল খান বলেন, ‘গীতিকবি জামাল ভাই দারুন একটি গান লিখেছেন। কথাগুলো আমার কাছে দারুন লেগেছে। আর আহমেদ হুমায়ুন গানটির কথায় দারুন সুর ও মিউজিক বসিয়েছেন। এই মিউজিক ভিডিওতে শ্রোতারা সিনেমার একটি ফ্লেবার পাবেন। কারণ মাহিন ভাই যত্ন করে ভিডিওটি বানিয়েছেন।’
বিডি-প্রতিদিন/শফিক